শিমুল পুষ্পের পঙ্ক্তিগুচ্ছ
গ্রাম খরড়িয়া! আবহমানকাল যার স্থিতি চিত্রা তীরে
সবুজে-শ্যামলে। বেড়ে ওঠা যার সমৃদ্ধিতে সংগ্রামী ঐতিহ্যে
কর্মে-ধর্মে সমপ্রীতিতে যেন বহুরঙা মায়া মমতায় ছড়িয়েছে
শিমুল পুষ্পের পঙ্ক্তিগুচ্ছ।
তোমার শরীর জুড়ে সোনালি ধানের গন্ধ
প্রিয় খড়রিয়া! তুমি এখন কেমন আছ?
মুক্তিযুদ্ধে রুখে দাঁড়ানো আমার প্রিয় মাতৃভূমি
আমার ফাগুন রঙের শিমুল
তুমি এখন কেমন আছ?
এতোটা যোজন দূরে থেকেও কেবলই তোমাকে মনে পড়ে
সেই স্কুল পালানো সময়গুলো, মদনার পুকুরের গাছ থেকে
আমি চুরি। হিজলতলার পথে যেতে শরীর ছমছম করে
উঠতো অজানা আশঙ্কায়। হে আমার প্রিয় হিজল বৃক্ষ!
তুমি কি জীবিত আছ আজও? বড় মামী! আপনি এখনো
আমার মঙ্গল কামনায় প্রার্থনা করেন?
হে আমার শিমুল পুষ্পের পঙ্ক্তিগুচ্ছ গ্রাম খড়রিয়া
মায়ের মৃত্যুতেও যেতে পারিনি তোমার প্রান্তসীমায়
তুমি আমায় ক্ষমা করো।
হেডমাস্টার আক্ছির উদ্দিন স্যার! আপনি কি অবসরে?
মুস্তাইন স্যার এখনো কি কাঁদাজল মাড়িয়ে পশ্চিমপাড়া
থেকে আসেন তো নিয়মিত? এখনো কি ক্লাশ নেন?
পার্টিগণিতের সূত্র কি বুঝিয়ে দেন এখনো শৈলেন স্যার?
বাবু স্যার, সিকদার ও রতন স্যার
আপনারা কি বেঁচে আছেন এখনো?
রবীন মাস্টার, শচীন, গোপাল, কালাম মামু, দাউদ স্যার
আপনাদের দীর্ঘ পরমায়ু হোক আগ্নেয়শিলার মতো।
খড়রিয়া; তুমি শুধু গ্রাম নও ইহজনমের কিংবদন্তি। তুমি