রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩

১১ বছরের শিশু শান্ত ইসলাম




তোমরা ফেলে যাও আমার লাশ

গাজী সাইফুল ইসলাম

তোমরা এখানে পথের ওপর একা ফেলে যাও
বুলেট ঝাঁঝরা লাশটি আমারখোলা পড়ে থাক
শীতের পালক, বর্বর তাণ্ডবে ধূলোয় লুটোনো
শহীদ মিনার
শহীদ স্মরণে না হয় আমার রক্তই আঁকবে
অজস্র আল্পনা বিজয়ের মাসে
সাজিয়ে তুলতে পিচকালো পথ
আমায় ধরো না, স্পর্শ করো না একটু ওই হাতে,
ওই হাত ঘাতকের হাত...
আবর্জনাগার ভালো এর চেয়ে পঁচে গলে জৈব সার হবো
এভাবেই শেষ করে দাও আমাদের
শুধু বায়তুল মোকারমে নয়, সারাদেশে হোক ম্যাসাকার
পথশিশু নিধনের
পথশিশু মানে পথিকের পিক
পথশিশু মানে নেই জন্ম ঠিক
পথশিশু মানে চোর বাটপার
পথশিশু মানে বুক ভাঙা তার
পথশিশু মানে জোয়ারি চিটিং
পথশিশু মানে মিছিল মিটিং
বুলেট চালাও, এদের সিনায় বুলেট চালাও
এরপর একা ফেলে যাও লাশ
ধরো না একটু ওই হাতে, বলো না ও আমাদের লোক
না কোনো দলের না কোনো অশুভ শক্তির পক্ষ আমরা
চেয়ে খাই, কিংবা শ্রমের বিনিময়ে আধা পেট
এরপরও বুলেট এসে ভেঙে দিলে বুক
রাজপথে খুঁজে নিই জীবনের সুখ
ফেলবে না জানি কেউ দুফোঁটা চোখের পানি









কোন মন্তব্য নেই :