আমার আর তোমার মধ্যে ব্যবধান
তুমি ইচ্ছে করলে আমাকে ছেড়ে যেতে পারো
তুমি ইচ্ছে করলে ঘরে ফিরবে না বলে
আমাকে ভয় দেখাতে পারো
তুমি ইচ্ছে করলে বিদেশ চলে গিয়ে আর
ফিরে আসবে না বলতে পারো
তুমি ইচ্ছে করলে আমার জন্য তোমার জীবন
নষ্ট করতে পারো না বলতে পারো
কিন্তু আমি ইচ্ছে করলেই সব পারি না
তোমার অস্তিত্ব আমার জীবন থেকে
মুছে ফেলতে পারি না
তোমাকে ছেড়ে চলে যাবার কথা কখনো
মুখে বলে ফেললেও স্থির থাকতে পারি না
তুমি ইচ্ছে করলে আরেকটি ঘর বাঁধার
স্বপ্ন দেখতে পারো
আমি ইচ্ছে করলেই তা পারি না
আমার আর তোমার মধ্যে এইটুকু ব্যবধান
ওগো বন্ধু
![]() |
কবি পরিচিতি: গাজী রুবাইয়া জাহান কবিতাকর্মী, জন্ম ১৫ এপ্রিল ১৯৭১। গাজীপুর জেলার কাপাসিয়া থানায় তরগাঁও গাঁয়ে। |