বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২

বিয়ে করুন রক্ত পরীক্ষা করে থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন



 গাজী সাইফুল ইসলাম

()

রক্ত দিন জীবন বাঁচন

রক্ত দিন জীবন বাঁচন। থ্যালাসেমিয়া রোগিদের জন্য আপনাদের ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। দেশে কত জন থ্যালাসেমিয়া রোগি আছে আমরা কেউ জানি না। কিন্তু এটা জানি যে, সচেতেনতার অভাবে প্রতিদিন জন্ম হচ্ছে অসংখ্য থ্যাসেমিয়ার রোগি। তাদের জন্য প্রতিদিন প্রচুর রক্তের প্রয়োজন হয়। আর এই চাহিদা মিটাতে গিয়ে খরচ হয়ে যায় দেশে আহরিত বেশিরভাগ রক্ত।


Tohfa islam, a patient of Thalassemia
Thalassemia (British English: thalassaemia) 

()

বিয়ে করুন রক্ত পরীক্ষা করে

তরুণ-তরুণী বন্ধুরা, বিয়ে করুন রক্ত পরীক্ষা করে। দয়া করে বিয়ের আগেই রক্ত পরীক্ষা করুন, দেখুন আপনি থ্যাসেমিয়ার ক্যারিয়ার কিনা। পরীক্ষার নাম-হিমোগ্লুবিন ইলেক্ট্রোপ্রোসিস, বারডেমে, পিজিতে, সেনাহাসপাতালে আইসিডিডিআরবিতে পরীক্ষা হয়। ৪০০ টাকা থেকে ১০০০ টাকা খরচ পড়বে। বিবাহিত জীবনে ভয়ানক  সংকট কাটিয়ে ওঠার জন্য বিয়ের পূর্বেই প্রেমিকা-প্রেমিকারা ঢুকে পড়ুন একটি হাসপাতালে। বাংলাদেশে প্রতি হাজারে ০৭ জন লোক থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। রক্ত পরীক্ষ করে বিয়ে করার জন্য অপরকেও উৎসাহিত করুন। ভবিষ্যতে বাংলাদেশে রোগটি ভয়াবহ পারিবারিক সমস্যা সৃষ্টি করবে। মনে রাখবেন, একটি পরিবারে একটি থ্যালাসেমিয়া রোগির জন্ম হওয়া মানে সারাজীবনের জন্য ওই পরিবারের সুখ-শান্তি শেষ হয়ে যাওয়া। এতে পরিবারটি শুধু আর্থিক সংকটেই নিপতিত হয় না-প্রিয়জন হারানোর ভয়েও সবসময় আতঙ্কিত থাকে। এবং শেষমেশ একদিন তাদের হারিয়ে সারাজীবন চোখের জলে ভাসে।
Blood donate for life


কোন মন্তব্য নেই :